সৌদি আরবে পুলিশ ও শিয়া সম্প্রদায়ের দাঙ্গায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গেলো ৬ জুন দাম্মামের আল ক্বাতিফ আওয়ামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম শাহপরাণ ও শামিম। আহত ব্যক্তির নাম মাহবুব। তিনি আল ক্বাতিফ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দাম্মামে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, পুলিশ ও শিয়া সম্প্রদায়ের দাঙ্গার মাঝে পড়ে এ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয় বাংলাদেশিরা জানান, ওই এলাকায় প্রায় এমন ঘটনা ঘটে। এমনকি গেলো ৩ বছর আগে গোলাগুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। ওই প্রবাসীর মরদেহ এখনো হাসপাতালের মর্গে রাখা আছে।
বাংলাদেশ দূতাবাস ও সরকারপক্ষ থেকে এখনো মরদেহটি হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকার পরিস্থিতি এখনো থমথমে। তাই বসবাসরত বাংলাদেশিদের সাবধানে চলাচলের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
ওয়াই/সি